বাড়িকক্সবাজারপেকুয়ানতুন ঘর পেয়ে নতুন ঠিকানায় নতুন স্বপ্নের আশায় পেকুয়ার ৯টি পরিবার

নতুন ঘর পেয়ে নতুন ঠিকানায় নতুন স্বপ্নের আশায় পেকুয়ার ৯টি পরিবার

এম.জুবাইদ, পেকুয়া(কক্সবাজার)

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১ম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রায়ণ -২ প্রকল্পে সারাদেশে ন্যায় পেকুয়ায়ও রবিবার ২০ জুন সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেতাচ্ছেম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সকাল ১১টায় প্রকল্পটি গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনানুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর পক্ষে এবারের মতো পেকুয়ায় দ্বিতীয় ধাপে ৯টি পরিবার সহ মোট ৬০টি গৃহহীনও ভুমিহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঘর ও দুই শতক খাস জমি হস্তান্তর সম্পন্ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী । মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়্যালী (ভিডিও কনফারেন্স) এর মাধ্যমে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া-চকরিয়ার সাংসদ জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা, পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, মুক্তিযোদ্ধা মো ছাবের আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ছাবের আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সালামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা তপন কান্তি পাল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জয় প্রকাশ চাকমা, পল্লী বিদ্যুৎ ডিজিএম দিপন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল করিম চৌধুরী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দ নুর, টইটং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন ও পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি মোঃ ইসমাইল সিকদার প্রমুখ।

প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments