বাড়িআলোকিত টেকনাফনাইক্ষ্যংছড়িতে এনজিওর গাড়িতে ৭৮০০ ইয়াবা, চালক গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে এনজিওর গাড়িতে ৭৮০০ ইয়াবা, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা নিয়ে বেসরকারি সংস্থা (এনজিও) সিএসবিডি’র একটি মাইক্রোবাসসহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চালক কক্সবাজার জেলার রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকার মৃত কবির আহমদের ছেলে ফয়েজ আহমদ।

পুলিশ জানিয়েছে, বুধবার (২২ ননভেম্বর) রাত টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ঢাকা মেট্রো-চ-১৯-৪৬২৮ নাম্বারধারি একটি হাইয়েস মাইক্রোবাস ঘুমধুম রাবার বাগান এলাকায় পৌছার পর পুলিশ গাড়িটিকে থামতে সংকেত দেয়। কিন্তু গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গাড়ীটিকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লোকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমন চৌধুরী জানান, চালক ও ‘সিএসবিডি’ নামক এনজিওর গাড়ীটি আটকপূর্বক সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক চালককে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments