বাড়িআলোকিত টেকনাফনাফনদী থেকে চার জেলেকে অপহরন করেছে মিয়ানমার।

নাফনদী থেকে চার জেলেকে অপহরন করেছে মিয়ানমার।

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশী চার জেলেকে অপহরন করে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।অপহৃতরা হলেন শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকার হাসান,আজিম উল্লাহ মাঝি, মো.আবদুল্লাহ ও আবুল কালাম। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে অস্ত্রের মুখে এদের অপহরন করা হয়েছে।
স্থানীয়দের মতে,২০১৭ সালে ২৫ আগস্টের পর থেকে স্থানীয় প্রশাসন টেকনাফের নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।তবে পেটের তাগিদে সকালে আমান উল্লাহ মালিকাধীন একটি  ট্রলার নিয়ে উক্ত চার জেলে নাফ নদীতে মাছ শিকারে যায়।এর কিছুক্ষণ পর (বিজিপি) সদস্যরা এসে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলার সহ মিয়ারমানমার অভিমূখে নিয়ে যায়।ঘটনার পরপই বিষয়টি বিজিবি কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন উক্ত এলাকার ইউপি সদস্য ফজলুল হক।
এই বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খাঁন জানান, বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাওয়া বিষয়টি অবগত হয়েছি।বিষটি গুরুত্ব দিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments