বাড়িআলোকিত টেকনাফনাফ নদীতে বাংলাদেশ মিয়ানমার ২৫ তম যৌথ টহল সম্পন্ন

নাফ নদীতে বাংলাদেশ মিয়ানমার ২৫ তম যৌথ টহল সম্পন্ন

খাঁন মাহমুদ আইউব, স্টাফ রিপোর্টারঃঃ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিজিবি ও বিজিপির মধ্যে ২৫ তম যৌথ টহল কার্যক্রম সম্পন্ন হয়েছে।উক্ত টহলে উভয় দেশের মোট ২২ জন সদস্য অংশ গ্রহন করেছেন।
টেকনাফ ২বিজিবি সহকারী অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জুমাদ্দার জানান,মঙ্গলবার (৯অক্টোবর) সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ২টি করে স্পীড বোট যৌথ টহলে অংশ গ্রহন করে।বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র পক্ষে ১২ সদস্যের টহল দলের নেতৃত্বে ছিলেন টেকনাফ বিওপি’র নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির। অপরদিকে মিয়ানমার ২ নং বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র ১০ সদস্যের টহল দলের নেতৃত্বে ছিলেন পিয়ানবু ক্যাম্পের মেজর মিনথ থুয়ে।
উক্ত যৌথ টহল চলা কালীন সময়ে মাদক এবং ইয়াবা,নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধে উভয় দেশের সর্বাত্বক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন সমস্যায় উভয় দেশের বিওপি-ক্যাম্প-ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের একমত পোষণ করেন।টহল শেষে উভয় দেশের প্রতিনিধিগণ কুশল বিনিময়ের মাধ্যমে যৌথ টহল অনুষ্টান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments