বাড়িআলোকিত টেকনাফনির্বাচনকে সামনে রেখে মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ

নির্বাচনকে সামনে রেখে মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ

[maxbutton id=”7″ ]

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মিয়ানমার থেকে সব ধরনের গবাদি পশু আমদানি বন্ধ রাখা হয়েছে।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোরে পশু আমদানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।

টেকনাফ উপজেলা পশু আমদানিকারক (শাহপরীর দ্বীপ করিডোর) সমিতির সভাপতি আবদুল্লাহ মনির জানান, স্থানীয় প্রশাসনের কাছ থেকে নির্দেশনা পেয়ে পশু আমদানি বন্ধের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় সীমান্তে নিরাপত্তার কড়াকড়ির কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ দিনের মতো আমদানি বন্ধ থাকবে। এতে পশু ব্যবসায়ীদের কোনও ধরনের ক্ষতি হবে না।’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তার কথা ভেবে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপ করিডোরে আসা পশু আমদানি সীমিত করা হয়েছে। কেননা নির্বাচনে যাতে বাইরে থেকে আসা কোনও লোকাজন কোনও ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ না পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে নিবার্চনের সময় বাইরে থেকে আসা লোকাজন অস্ত্র-শস্ত্র নিয়ে আসতে পারে এমন শঙ্কায় কিছুদিনের জন্য করিডোরের সব কার্যক্রম সীমিত রাখা হয়েছে।’

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সীমান্তের কিছু কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ-মিয়ানমার শাহপরীর দ্বীপ করিডোরের কাযক্রমও সীমিত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments