বাড়িকক্সবাজারপেকুয়ানিষেধাজ্ঞা শেষ হলেও সাগরে যেতে পারেনি জেলেরা!

নিষেধাজ্ঞা শেষ হলেও সাগরে যেতে পারেনি জেলেরা!

পেকুয়া প্রতিনিধি

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষেও যাওয়া হলোনা সাগরে। বৈরি আবহাওয়ায় হতাশ জেলেরা। কক্সবাজারের পেকুয়ার মগনামা ও কুতুবদিয়া চ্যানেল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

শনিবার (২৪ জুলাই) থেকে নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে ব্যস্ত থাকার কথা ছিল তাদের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ট্রলার ও নৌকা নিয়ে সাগরে যেতে পারেনি কোনো জেলে।

জেলেরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করে তারা। প্রতিটি ট্রলারে দেড় থেকে দুই লাখ টাকার রসদপাতি মজুদ করা হয়েছে। আজ ভোরে সাগরে রওনা হওয়ার জন্য উৎসবে ছিলেন তারা। জেলে আবুল হোসেন বলেন, আমরা পরিবার-পরিজন নিয়ে চরম উৎকণ্ঠায় আছি। কখন সাগরে গিয়ে আয়-রোজগার করে পরিবার-পরিজনের অভাব মেটাবো।

এদিকে আবহাওয়া অধিদফতর কক্সবাজার জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের জারকন্ঠ এলাকায় অবস্থান করছে। যার কারণে কক্সবাজারসহ অন্যান্য বন্দরকে ৩নং স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে মাছ ধরার ট্রলার ও নৌকাকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments