বাড়িআলোকিত টেকনাফনেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃঃ

টুর্নামেন্টে একটা ম্যাচেও হারেনি বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল, একে একে সব ম্যাচে নিজেদের বীরত্ব দেখিয়েছে বাংলাদেশ।আজ নেপালের বিপক্ষে ফাইনালে উত্তেজনার কমতি ছিল না গ্যালারিজুড়ে। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত ছিল মাঠ। সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে হারিয়ে ফাইনালে প্রতিপক্ষ পেয়েছিল নেপালকে। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ।আজ রোববার সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে যতটা সহজ প্রতিপক্ষ ধরা হয়েছিল ঠিক ততটা সহজ ছিল না নেপাল। ম্যাচের শেষ পর্যন্ত হিমালয়ের দেশটি লড়াই করেছে বাংলাদেশের বিপক্ষে।চামলিমিংথাম স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৩মিনিটের মাথায় সহজ ফ্রি কিক কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর দু’দলই একাধিক সুযোগ পেয়েও গোল পায়নি। প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দু’দুল আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে গোলের দেখা পায় বাংলাদেশ।ম্যাচের ৪৯ মিনিটের সময় ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়ে হেডে গোল করেন মাসুরা পারভীন। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।এরপর দুই পক্ষের কোনও আক্রমণই আর কাজে আসেনি। শেষ পর্যন্ত ১-০ তে শেষ হয় নির্দিষ্ট সময়। টুর্নামেন্টে এই গোলটাই পারভিনের একমাত্র গোল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments