বাড়িআলোকিত টেকনাফপাসপোর্ট বানাতে এসে আটক ৬ রোহিঙ্গা নারী

পাসপোর্ট বানাতে এসে আটক ৬ রোহিঙ্গা নারী

বিশেষ প্রতিনিধিঃ-

বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়া পাড়ি জমাতে দালালদের খপ্পরে পড়ে ক্যাম্প থেকে পালিয়ে এসে কক্সবাজার সদরের ঈদগাঁহে পুলিশের হাতে আটক হয়েছেন ছয় রোহিঙ্গা নারী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ ফোর্স নিয়ে তাদের আটক করে।

এ সময় পাচারকারী সন্দেহে এক যুবককেও আটক করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

আটককৃত নারীরা হলেন- নুর কায়েস (১৭), দিল কায়েস (১৮), নুর নাহার (২০), ফরসিন (১৬), মোকারমা (১৪) ও মাইমুনা সুমা (১৮)।

ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, আটককৃত নারীরা দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাড়ি জমাতে পাসপোর্ট করার জন্য ঈদগাঁহে আসে। সরকারের একটি গোপনীয় সংস্থার লোকজন তাদেরকে ব্যাপক নজরদারিতে রাখেন। এ সময় তাদের গতিবিধি অনুসরণ করে ঈদগাঁহ পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সম্মুখে পৌঁছালে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে তদন্ত কেন্দ্র হেফাজতে নিয়ে যাওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments