বাড়িকক্সবাজারমহেশখালীপাহাড়ধসে আড়াই বছরের শিশু নিহত

পাহাড়ধসে আড়াই বছরের শিশু নিহত

সারাদেশ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পাহাড়ধসে সুমাইয়া বেগম নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অফিসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া বেগম ওই এলাকার মোহাম্মদ টিপুর মেয়ে।

সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেলারছলে আড়াই বছরের শিশু সুমাইয়া বাড়ি থেকে বের হয়। বাড়ির উঠানের একপাশে খেলার সময় হঠাৎ পাহাড়ধসে সুমাইয়া মাটির নিচে চাপা পড়ে। পরে বাড়ির লোকজন মাটি সরিয়ে সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওচমান শরীফ বলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও পাহাড়ের পাদদেশে পরিবার নিয়ে বসবাস করছেন মোহাম্মদ টিপু। রোববার সন্ধ্যায় টিপুর আড়াই বছরের মেয়ে সুমাইয়া খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে ওঠানে খেলাধুলা করার সময় হঠাৎ পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে মারা যায় সুমাইয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান বলেন, পাহাড় ধসে পড়ে সুমাইয়া বেগমের নামের এক শিশু মারা গেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments