বাড়িআলোকিত টেকনাফপুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

নিউজ ডেস্ক।

কক্সবাজারের টেকনাফে নগদ টাকাসহ চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাফ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ রঙ্গিখালী আবু শামার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা দরগাহ স্টেশনের নাফ ফিলিং স্টেশন থেকে ছিনতাইয়ের নগদ ১০ হাজার ৫শ টাকাসহ ফরিদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আলীখালীর কালা চাঁনের ছেলে আনোয়ার হোসেন একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয় পুলিশের সঙ্গে সুসম্পর্কের জের ধরে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করেন তিনি। আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেছেন বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments