বাড়িকক্সবাজারপেকুয়ায় অস্ত্রসহ আটক ৩

পেকুয়ায় অস্ত্রসহ আটক ৩

আলোকিত ডেস্ক

কক্সবাজারের পেকুয়ার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ (বুধবার ১০ নভেম্বার) জেলা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, পেকুয়া থানাধীন চৌমুহনী এলাকায় কিছু লোক অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময়,পেকুয়ার পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাশেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), শেখের কেল্লা বোনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দু বহমান (২৫) এবং পূর্ব বিলহাজ চুড়া এলাকার আক্তার আহমদের ছেলে মোঃ দিদারুল ইসলাম প্রকাশ আরিফ (৩০)কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে, একটি দেশীয় তৈরি এলজিসহ নগদ ১০ হাজারা টাকা, একটি মোবাইল, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, আটককৃতরা স্বীকার করেছেন, তারা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য তারা জড়ো হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ দিনে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ টি ইয়াবা সংক্রান্ত ২ টি চোরাই মোবাইল উদ্ধার মামলা হয়েছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহব থাকবে বলেও জানান ওসি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments