বাড়িকক্সবাজারপেকুয়া সদরের মছন্যাকাটায় ৬৫টি পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর ঈদউপহার বিতরনে নাছিরউদ্দিন বাদশা

পেকুয়া সদরের মছন্যাকাটায় ৬৫টি পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর ঈদউপহার বিতরনে নাছিরউদ্দিন বাদশা

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া

করোনা সংক্রমণে জীবিকা হারানো পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মছন্যাকাটা এলাকার ৬৫টি শ্রমজীবি দিনমুজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার সামগ্রী সেমাই  চিনি বিতরণ করেছেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন বাদশা। শুক্রবার বিকালে তিনি ব্যক্তিগত তহবিলের উদ্যোগে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মছন্যাকাটা এলাকার ৬৫টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন বাদশা বলেন, করোনা দুর্দিনে এলাকার দিনমুজুর শ্রমজীবি মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সামান্য ঈদউপহার সামগ্রী দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ সমাজে আমার চেয়ে আরো বেশি সম্পদশালী বিত্তবান মানুষ আছে। রয়েছে অটেল টাকার মালিক অনেক রাজনীতিবিদ। চাইলে সবাই আমার মতো গরীব মানুষের পাশে দাঁড়াতে পারতো। তাদের সহযোগিতা করতে পারতো।


নাছির উদ্দিন বাদশা ইতোমধ্যে তিনবার গরীব মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। এটি তাঁর চতুর্থদফা সহযোগিতা। সর্বশেষ তিনি করোনা ভাইরাসের কারনে কর্মহীন ঘরবন্দী ৬৫টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে সেমাই  চিনিসহ ঈদ সামগ্রী বিতরন করেছেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন, হাজী বেলাল উদ্দিন, হারুনুর রশিদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments