বাড়িশিক্ষাঙ্গনপ্রকাশ হতে যাচ্ছে রাজীব রাহুলের ‘প্রেত চোখের মানুষ’

প্রকাশ হতে যাচ্ছে রাজীব রাহুলের ‘প্রেত চোখের মানুষ’

‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’ উপলক্ষে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে রাজীব রাহুলের গল্পগ্রন্থ ‘প্রেত চোখের মানুষ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছে রাজীব দত্ত।

গ্রন্থটিতে মোট নয়টি গল্প রয়েছে। গল্পে করপোরেট দাপটে বদলে যাওয়া মানুষের কষ্ট ও মননের কথা, মুক্তিযুদ্ধ পরবর্তী ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব, সংখ্যালঘু সমাজের কষ্ট ও হাহাকারের কথা, রাজনীতির পটপরিবর্তনের গল্প, দুর্নীতি ও অবক্ষয়ের গল্প উঠে এসেছে।

রাজীব রাহুল চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষে সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। দীর্ঘ সময় ধরে তিনি লেখালেখি করছেন প্রতিনিয়ত। ‘প্রেত চোখের মানুষ’ তার প্রথম গ্রন্থ।

উল্লেখ্য, রাজীব রাহুল লেখালেখির পাশাপাশি সম্পাদনা করছেন ছোট কাগজ ‘কথাস্বর’।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments