বাড়িআলোকিত টেকনাফপ্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন টেকনাফের মেয়ে সুমাইয়া

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন টেকনাফের মেয়ে সুমাইয়া

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

কৃতিত্বপূর্ণ ফলাফল করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেলেন। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী । সেই টেকনাফ পৌরসভা কুলাল পাড়া এলাকার হাজী জহির আহাম্মদের মেয়ে উম্মে সুমাইয়া।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ জিপিএ প্রথম স্থান অর্জন করায় কলা অনুষদের এক মাত্র শিক্ষার্থী “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” এর জন্য মনোনীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের এক মেধাবী শিক্ষার্থী স্বর্ণপদক গ্রহণ করেন।
উল্লেখ্য,সেই কিছু দিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডীন এওয়ার্ড লাভ করেন। টেকনাফ পাইলট হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments