বাড়িআলোকিত টেকনাফপ্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে টেকনাফ পৌর ছাত্রলীগের বৃক্ষরোপন

প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে টেকনাফ পৌর ছাত্রলীগের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশের ন্যায় টেকনাফ পৌর ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে।

শুক্রবার দুপুরে দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি ও কক্সবাজার জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃ শাহীন নেতৃত্বে পাইলট উচ্চ বিদ্যালয় এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন বলেন, দেশরতœ শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সারাদেশের ন্যায় টেকনাফেও গাছ লাগানো হয়েছে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। ফলে এখন থেকে গাছ কাটা প্রতিরোধে সচেতনসহ বিভিন্ন কার্যক্রম চালোনোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করেনার প্রভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। পাশপাশি শ্রমিকের অভাবে কৃষকের পড়ে থাকা ধান কেটে ঘরে তোলে দেওয়া হয়েছে। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী সারাদেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ করে আমরা প্রমাণ করব আমরাই নেত্রীর ভ্যানগার্ড।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments