ক্রীড়া প্রতিবেদক
রাজনৈতিক পরিচয়ের কারণে আরও একবার আলোচনায় এলেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি; কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বলতে গেলে আওয়ামী লীগের কোনো নেতা–কর্মীই এখন দেশে প্রকাশ্যে নেই।
সাকিব এ সময়টা ব্যস্ত ছিলেন দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সেখান থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন, খেলছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টও। কিন্তু এভাবে দেশের বাইরে থেকে কত দিন খেলবেন সাকিব?
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে এ প্রশ্ন করা হয়। তিনি এ ব্যাপারে বলেন, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কি না, এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব।’ বিষয়টি নিয়ে বোর্ডে আলাপ করবেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ, ‘সাকিবের ব্যাপারটা আসলে…বোর্ডের কিছু পলিসি থাকে। এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব, পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে।’
পরে ফারুক আহমেদ যোগ করেন, ‘বোর্ডে আলোচনা করব, সাকিব এখন কী অবস্থায় আছে, এ অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কি না। অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে তারপর…তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে।’
কিছুদিন আগে পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় গাজী আশরাফ হোসেন জানিয়েছিলেন, আপাতত সাকিবের রাজনৈতিক পরিচয় দলে তাঁর অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না, সাকিব মেধার ভিত্তিতেই দলে থাকছেন।
এ ব্যাপারে নতুন সভাপতি ফারুকের কথা, ‘প্রধান নির্বাচক (গাজী আশরাফ) যেটা বলেছেন, সেটা খুব ভালো লেগেছে। তাঁকে (প্রধান নির্বাচককে) যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো, ওকে (সাকিব) নেওয়া হবে না, তাহলে এটা পলিসি ম্যাটার হতো।’
নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ক্রিকেটারদের কঠোর নিয়মের আওতায় আনার কথা বলেছেন। এ ব্যাপারে আজ তিনি ক্রিকেট বোর্ডে অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কী করতে পারবে, কী করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে ইনফরমালি আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালে, সফরের আগে–পরে ক্রিকেটাররা কী করতে পারবে নাকি পারবে না, এসব থাকবে। আপনার যদি লিখিত থাকে, সফর চলাকালে আপনি কোনো বিজ্ঞাপন করতে পারবেন না, তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিষ্কার লেখা থাকে, তাহলে সুবিধা হবে।’