বাড়িকক্সবাজারফুলছড়ি বনের পাহাড়ে এত মধু! নির্বিকার বনবিভাগ

ফুলছড়ি বনের পাহাড়ে এত মধু! নির্বিকার বনবিভাগ

ঈদগাঁহ প্রতিনিধি,আলোকিত টেকনাফঃ-

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধিন ফুলছড়ি বনবিট এলাকায় নির্বিচারে পাহাড় কাটার পরও ঘুম ভাঙ্গছেনা সংশ্লিষ্ট বনবিভাগের। বনায়নের জমিতে বসত ঘর তৈরি ও পাহাড় কেটে সমতল করা হচ্ছে। এছাড়া রাতের অন্ধকারে বাগানের শত শত গাছ কেটে বিভিন্ন স্থানে পাচার অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে এ কর্মকান্ড চললেও সংশ্লিষ্ট বন বিভাগ এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। স্থানীয় প্রভাবশালীদের আস্করায় নুরজাহান বেগম নামের কতিপয় ভূমিদস্যু ও বনখেকো এ অপকর্ম চালাচ্ছে। এতে করে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় বাসিন্দারা।

প্রাপ্ত তথ্য প্রকাশ, কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি বনবিটের খুটখালী পূর্ব নয়াপাড়া আবুশামা পাহাড় এলাকার বাসিন্দা শফিউল আলমের স্ত্রী নুরজাহান বেগম বনবিভাগকে ম্যানেজ করে বিগত এক সপ্তাহ ধরে নির্বিচারে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। বৃষ্টির সুযোগে বেশ ক’জন শ্রমিক দিয়ে দিনরাত পাহাড় কেটে মাটি পাচার করায় স্থানীয় বাসিন্দারা চরম আতংকে দিনাতিপাত করছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments