বাড়িআলোকিত টেকনাফবঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এমপি বদি দম্পতি

বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এমপি বদি দম্পতি

নিজস্ব প্রতিবেদকঃ:

দেশের আলোচিত সংসদীয় আসন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) থেকে সংসদ সদস্য হিসেবে দুইজন সাংসদ নতুন মন্ত্রী পরিষদের শপথানুষ্টানে বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েছেন। এরা হলেন বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আকতার চৌধুরী। এই দুই সৌভাগ্যবান সাংসদ সম্পর্কে স্বামী-স্ত্রী।তাঁরা দুইজনই সোমবার বিকালে বঙ্গভবনে আয়োজিত নতুন সরকারের নতুন মন্ত্রী পরিষদের শপথানুষ্টানে যোগ দেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট নতুন মন্ত্রীপরিষদ সদস্যদের আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান।এদের মধ্যে বিলুপ্ত হতে যাওয়া দশম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য আবদুর রহমান বদি আগামি ২৭ জানুয়ারি পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা রাখেন। অন্যজন আবদুর রহমান বদিরই সহধর্মিনী শাহীন আকতার, যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।উখিয়া-টেকনাফের জনপ্রিয় সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান, স্বামী-স্ত্রী দু’জনই একসাথে বঙ্গভবনে আমন্ত্রণ পাওয়াটা আসলেই সৌভাগ্যের, তাও আবার দু’জনই এমপি হিসেবে।এব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার স্বামী আবদুর রহমান বদিকে বিশ্বাস করে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি সেই বিশ্বাস ও আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করছি। আমার স্বামীও জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসের প্রতিদান দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে এনেছেন।তিনি বলেন, আমার স্বামীর আবদুর রহমান বদি ও আমি নিজে সংসদ সদস্য হিসেবে একসাথে শপথ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন শাহীন আকতার চৌধুরী ওরফে শাহীন বদি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments