বাড়িআলোকিত টেকনাফবঙ্গোপসাগরে ট্রলারডুবি, আটক ৮

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, আটক ৮

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ১৯ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস।

পুলিশ জানায়, সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনার বুধবার সকালে সাগর থেকে আরও একজন উদ্ধারসহ জীবিত উদ্ধার মোট ৭৩ জনকে টেকনাফ থানা হেফাজতে রাখা হয়েছে।

তাদের পরবর্তীতে কোথায় রাখা হবে সে নির্দেশনা দেবেন আদালত। পুলিশ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে।

পুলিশ আরও জানায়, পাচারের জন্য মালয়েশিয়াগামী ট্রলারটি পরিচালনায় সম্পৃক্ততার অভিযোগে আটক আটজনের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার তৎপরতা চলছে। ওই ট্রলারে ১৩৮ জনের মতো রোহিঙ্গা ছিল। নিখোঁজদের উদ্ধারে নৌ বাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments