বাড়িকক্সবাজারবছর শেষ ও নতুন বছরকে বরণে করোনার বাধা উপেক্ষা করেই কক্সবাজারে পর্যটকের...

বছর শেষ ও নতুন বছরকে বরণে করোনার বাধা উপেক্ষা করেই কক্সবাজারে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক
 
বছর শেষ এবং নতুন বছরকে বরণে করোনার বাধা উপেক্ষা করেই পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ ছুটে গেছেন সমুদ্রের কাছে। সমবেত হন সৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখতে।
 
করোনাসহ নানা সংকটে বছর কাটলেও কক্সবাজারে নতুন বছর উদযাপনে আগের মতোই পর্যটকের ভিড় লেগেছে। বিদায়ী সূর্যাস্ত দেখতে লাখো ভ্রমণ পিপাসু মানুষ ছুটে গেছেন, কলাতলী, সুগন্ধা, হিমছড়ি আর ইনানী সৈকতে। ভ্রমন প্রিয়রা বলছেন, ২০২০ সালের দুঃসহ স্মৃতি ধুয়ে মুছে ২০২১ সালে নতুন পৃথিবী দেখার প্রত্যাশায় তারা।এতো পর্যটকের জন্য ট্যুরিস্ট পুলিশের জনবল খুব একটা বেশি নয়। তবুও, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সরকারি বিধি-নিষেধ ও করোনা স্বাস্থ্যবিধি রক্ষায় সব প্রস্তুতি আগেই নেয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।বছর শেষে পর্যটকের এমন আনাগোনায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও প্রাণ ফিরে পেয়েছে সৈকতের এই নগরীতে।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments