বাড়িআলোকিত টেকনাফবাহারছড়ায় ৯ হাজার ২শ মহিলাকে ভিজিডির চাউল বিতরণ

বাহারছড়ায় ৯ হাজার ২শ মহিলাকে ভিজিডির চাউল বিতরণ

||বিশেষ প্রতিনিধি ||

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ হাজার ২শ জন মহিলার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভিজিডির চাউল বিতরণ করেন কক্সবাজার(৪) উখিয়া-টেকনাফের মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। এসময় এমপি বদি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গরীব মানুষের সরকার। রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া-টেকনাফের জনগনের সহায়তায় সরকার কাজ করছে। তিনি অারো বলেন, আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় স্বাধীনতার বিজয় তাই সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার অাহবান জানান।

এমপি বদি আরও বলেন,উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন,এবং ৯২০০ জন মহিলাদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের এই চাউল বিতরন করা হয়। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর অাহমদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দীন,বাহারছড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাহার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার। উপস্থিত ছিলেন টেকনাফ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম জয়, টেকনাফ বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর,ইউনিয়ন মেম্বার গন ও শতশত নারী পুরুষ সহ অনেকে উপস্হিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments