বাড়িআলোকিত টেকনাফবাড়িতেই পিতা-পুত্রের করোনা জয়

বাড়িতেই পিতা-পুত্রের করোনা জয়

প্রধান প্রতিবেদকঃ-

চকরিয়াতে গত ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হওয়া পিতা-পুত্র নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। তারা দুইজনের শরীরের তৃতীয়বারের স্যাম্পল টেস্টের রিপোর্ট ৮ মে শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ‘নেগেটিভ’ এসেছে।

ভয়ংকর করোনাকে পরাজিত করে জয়ী হওয়া পিতার নাম হচ্ছে মোতালেব ও পুত্রের নাম হচ্ছে সাঈদ। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের হাঁসেরদীঘি এলাকার কাচারী পাড়ায় তাদের বাড়ি।

এই দুইজনকে সেল্ফ আইসোলেসন থেকে মুক্ত করে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনাভাইরাস আক্রান্ত ৭৪ জন রোগীর মধ্যে মোট ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ কক্সবাজার ভিশন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুত্র সাঈদের শরীরে করোনাভাইরাস জীবাণু শনাক্ত করা হয় গত ২৬ এপ্রিল। করোনাভাইরাস আক্রান্ত হওয়া পিতা-পুত্র ২ জনই নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে থেকেছিলেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য টিম নিয়মিত তাদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। করোনা আক্রান্ত রোগী চিকিৎসার ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তাদের নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বাকি ৬৭ জন করোনা রোগীর মধ্যে একজন মহিলা রোগী গত ৩০ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments