বাড়িকক্সবাজারবায়তুশ শরফের পীর কুতুব উদ্দিন আর নেই

বায়তুশ শরফের পীর কুতুব উদ্দিন আর নেই

[WD_Button id=20227]

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রতিষ্টান বায়তুশ শরফের পীর, বাহারুল উলুম হযরত মাওলানা কুতুব উদ্দিন (ম.জি.আ) আর নেই। তিনি ঢাকার গুলশান এলাকার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পীর মাওলানা কুতুব উদ্দিনের ছেলে মাওলানা বেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তাঁর এক নিকটাত্মীয় প্রকৌশলী মো. নাছির উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘বুধবার বিকেল ৪টার পর থেকে হুজুরের হার্টবিট পাচ্ছিলেন না চিকিৎসকরা। বিকেল সাড়ে ৫টায় আমরা হুজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।’

মাওলানা কুতুব উদ্দিন দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার (১৮ মে) তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরদিন মঙ্গলবার রাতে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পীর কুতুব উদ্দিন ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। যারা কারণে তিনি ধর্মীয় মহলে বাহরুল উলুম (জ্ঞানের সাগর) নামেও পরিচিত ছিলেন।

মাওলানা কুতুব উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সূফী মিয়াজী পাড়া গ্রামের সন্তান। লেখাপড়া করেছেন চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসা ও চট্টগ্রাম শহরের দারুল উলুম আলিয়া মাদ্রাসায়। তিনি ১৯৫৯ সালে স্বর্ণপদকসহ প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে কামিল পাস করেন।

হাদিস বিশারদ ও কুরআনের তাফসিরকারক মাওলানা কুতুব উদ্দিন আরবি, ফার্সি ও উর্দু ভাষাবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ছিলেন। কর্মজীবনে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে দেশের সেরা অধ্যক্ষের পুরস্কারও অর্জন করেন।

তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার ধনিয়ালা পাড়ায় অবস্থিত বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সূফীসাধক মাওলানা মীর মুহাম্মদ আখতার (রহ) এবং বায়তুশ শরফের প্রধান রূপকার শাহ সূফী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারের (রহ) সান্নিধ্যে অবস্থান করে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন।

১৯৯৮ সাল থেকে আমৃত্যু তিনি বায়তুশ শরফের পীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লিখা একাধিক বিখ্যাত ধর্মীয় গ্রন্থও রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments