বাড়িআলোকিত টেকনাফবিজিবি’র অভিযানে গত এক বছরে ৯০৩ কোটি ৭৪ লাখ টাকার চোরাচালান পণ্য...

বিজিবি’র অভিযানে গত এক বছরে ৯০৩ কোটি ৭৪ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

[maxbutton id=”2″ ]

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০৩ কোটি ৭৪ লাখ ২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ২৬লাখ ৫৮হাজার ৫১৮পিস ইয়াবা ট্যাবলেট, ৩ লাখ ৫৯ হাজার ১৫০ বোতল ফেনসিডিল, ৭৯ হাজার ২৮৬ বোতল বিদেশী মদ, ৪ হাজার ৬০৮ লিটার বাংলা মদ, ৩৬হাজার ৪৩৫ ক্যান বিয়ার, ১৩হাজার ৬৮২ কেজি গাঁজা, ৩৩ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, ৮ লাখ ৩৪হাজার ৬৯৫ পিস এনেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ১৯ হাজার৪৪৮টি নেশা জাতীয় ইনজেকশন এবং ৪লাখ৩,হাজার ৮২৪ পিস অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯৫ কেজি ৭৮৯ গ্রাম স্বর্ণ, ৯৩ হাজার৮০০টি শাড়ী, ২৬হাজার ৮৫টি থ্রিপিস/শার্টপিস, ১লাখ ১৮হাজার ৮৩৬ মিটার থান কাপড়, ৪৩হাজার৫৯টি তৈরী পোশাক, ২লাখ ৩৮হাজার ৫০২ সিএফটি কাঠ ও ৭২হাজার ৪৭৯ কেজি চা পাতা।
একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৩টি পিস্তল, ৮টি ওয়ান সুটার গান, ৪টি একনলা পিস্তল, ১টি একে-৪৭ রাইফেল, ৩টি রিভলবার, ১০টি এয়ার পিস্তল, ১১টি এয়ার গান, ৩টি পাইপ গান, ৮টি ওয়ান সুটার পিস্তল, ১টি দুইনলা বন্দুক, ৭৬ টি ম্যাগজিন, ৩৭২ রাউন্ড গুলি, ৫৬টি ককটেল, ১২টি বিভিন্ন প্রকারের বোমা, ৫০৪ কেজি সালফার, ১০টি ‘নিউজেল-৯০’ (বিস্ফোরক), ১৭টি ডেটোনেটর, ২৮ কেজি ১০০ গ্রাম গান পাউডার।
বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২হাজার ৭০৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১হাজার ৩১৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments