বাড়িকক্সবাজারবিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার মালিকবিহীন ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার মালিকবিহীন ইয়াবা উদ্ধার

শাহ্‌ মুহাম্মদ রুবেল, সম্পাদক
আলোকিত টেকনাফ ডটকম

সীমান্ত দিয়ে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র শালবাগান নামক স্থানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কতিপয় ইয়াবা পাচারকারীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র শালবাগান নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান নেয় বিজিবি। পরবর্তীতে বিজিবি সদস্যদের উপস্থিতি টের ফেয়ে পাচারকারীরা কাপড় দিয়ে মোড়ানো তিনটি পোটলা ফেলে দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।  টহল দল উক্ত পোটলার ভিতর হতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ১ শত পিস ইয়াবাসহ ২৮৭ জন আসামি আটক করেছে বিজিবির ৩৪ ব্যাটালিয়ন।

ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments