বাড়িকক্সবাজারবিজিবি-বিজিপি পতাকা বৈঠকে জিরো পয়েন্টের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার সম্মতি

বিজিবি-বিজিপি পতাকা বৈঠকে জিরো পয়েন্টের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার সম্মতি

।। আলোকিত নিউজডেস্ক ।।

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন ) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারে বিজিবির আঞ্চলিক সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে চোরাচালান বন্ধ সহ তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী ৪ হাজার রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন মিয়ানমার।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিবুল্লাহ। মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপি’র মংডু আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঈন টুও।

বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে উভয় বাহিনীর মধ্যে তথ্যবিনিময়, সীমান্তে নিয়মিত যৌথ টহল, ইয়াবা প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা ফলফ্রসু হয়েছে। বৈঠক শেষে দুপুর ২টায় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments