বাড়িআলোকিত টেকনাফবিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি বন্ধ করতে হবে- জেলা প্রশাসক

বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি বন্ধ করতে হবে- জেলা প্রশাসক

শাহ্ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ।

অবৈধভাবে লবণ আমদানি বন্ধ করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম এবং প্রান্তিক পর্যায়ে প্রকৃত লবণ চাষীদের লবণের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
৬ মার্চ (শুক্রবার) ওসেন প্যারাডাইজ হোটেলে মুজিব শতবর্ষে লবণ ক্রয় উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোল্লা সল্টের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
মোল্লা সল্টের আয়োজনে মুজিব শতবর্ষ লবণ ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরও বলেন,কোন সিন্ডিকেটের হাতে যেন লবণ শিল্প তুলে দেয়া না হয়। কারণ,লবণ  শিল্প বেঁচে থাকলে দেশ বাঁচবে। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ও চাষিদের উৎসাহ যোগাতে সরকারের পক্ষ থেকে ‘বাফার স্টক’ গড়ে তুলা দরকার। বিদেশ থেকে অবৈধ পথে আমদানি বন্ধ করতে হবে বলেও জানান এ জেলা প্রশাসক।
অনুষ্ঠানে লবণ ব্যবসায়ী চট্টগ্রামের বাঁশখালির আবু আহমেদ, মহেশখালীর আবদুল মালেক, চকরিয়ার বদরখালীর সরওয়ার আলম, ডুলাহাজারার হাজি ইয়াকুব আলী, খুটাখালীর শফিকুর রহমানকে মোল্লা সল্টের পক্ষে লবণ ক্রয়ের অগ্রিম চেক তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ,
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের
(বিসিক) চেয়ারম্যান মোস্তাক হাসান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সেলিম উদ্দিন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments