বাড়িআলোকিত টেকনাফবুলবুলের সরাসরি আঘাত থাকবে না কক্সবাজারে

বুলবুলের সরাসরি আঘাত থাকবে না কক্সবাজারে

ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বাতাসের শক্তি নিয়ে উপকূলের দিকে ছুটে আসা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ সরাসরি আঘাত থেকে নিরাপদ রয়েছে কক্সবাজার।

ফলে জেলার আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার (৯ নভেম্বর) চলমান ৪ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত নামিয়ে ৩ নম্বরে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কক্সবাজারে খুব বেশি পড়বে না। তবে, ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের ফলে উপকূলীয় মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে। মহেশখালী, কুতবদিয়াসহ উপকূলীয় অঞ্চলগুলো ঘূর্ণিঝড় পরবর্তী এ ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ দিকে, জেলাব্যাপী ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments