বাড়িআলোকিত টেকনাফভারতে যাওয়ার চেষ্টা, সীমান্ত থেকে ৩০ রোহিঙ্গা আটক

ভারতে যাওয়ার চেষ্টা, সীমান্ত থেকে ৩০ রোহিঙ্গা আটক

আলোকিত ডেস্কঃ

কুমিল্লার বুড়িচংয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে শিশুসহ পাঁচ পরিবারের ৩০ রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির খাড়েরা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুল খালেক জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকার ২০৬৬ নম্বর মেইন পিলারের সাব ৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, “রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে মানবপাচারকারীদের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, উপজেলার খাড়েরা গ্রাম থকে আটকের পর বৃহস্পতিবার সকালে থেকে তাঁদের থানায় হস্তান্তর করে বিজিবি।

তিনি জানান, আটকৃতদের মধ্যে শিশু ১৬ জন, নারী ৮ জন এবং পুরুষ ৬ জন। তাঁরা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে তাঁদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments