বাড়িআলোকিত টেকনাফভাসানচরে খেলছেন-গাইছেন রোহিঙ্গারা (ভিডিও)

ভাসানচরে খেলছেন-গাইছেন রোহিঙ্গারা (ভিডিও)

সময় সংবাদ

বেলা গড়িয়ে বিকেলে খেলাধুলায় মেতে ওঠে কক্সবাজার থেকে ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা। শিশু-কিশোরদের সঙ্গে নানা খুনসুটিতে ব্যস্ত থাকতে দেখা যায় নৌবাহিনীর কর্মকর্তাদের। ছিলো সাংস্কৃতিক আয়োজনও।

একটি সুন্দর, আনন্দমুখর জীবন কাটানোর জন্য উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন আশ্রয় শিবির থেকে রোহিঙ্গারা ভাসানচরমূখী হয়েছে। এখন তাদের সেসবের বাস্তবায়ন চলছে। ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য গড়ে তোরা হয়েছে দুটি পৃথক ক্লাব। একটি মিউজিক্যাল ক্লাব, অন্যটি স্পোর্টস ক্লাব।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভাসানচর আবাসন প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরী ক্লাবগুলোর উদ্বোধন করেন।

এরপর তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে প্রথমে ভলিবল এবং পরে ফুটবল খেলেন।

রোহিঙ্গা তরুণরা বলছেন, মিয়ানমারে তাদের এই সুযোগ ছিলো না। গত তিন বছরেও এমন সুবিধা তারা পায়নি। ভাসানচরে এসে এই সুযোগ পেয়ে তারা আনন্দিত বলে জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments