বাড়িআলোকিত টেকনাফমধ্যরাতে শীতার্তদের মাঝে মারোত'র কম্বল বিতরণ

মধ্যরাতে শীতার্তদের মাঝে মারোত’র কম্বল বিতরণ

|| শাহ্‌ মুহাম্মদ রুবেল,  আলোকিত টেকনাফ ||

চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় মধ্যরাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন মানসিক রোগী তহবিল (মারোত)।

টেকনাফ বাস টার্মিনাল থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

মারোত’র আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই মারোত’র সদস্যরা উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ,বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান ছিন্নমূল মানুষদের বিতরণ করার জন্য এই কম্বল প্রদান করেন।

এই বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান আলোকিত টেকনাফকে বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি। অনেকেই হাসপাতালে আসলেও নেই তাদের শীতের পর্যাপ্ত পোশাক। ছিন্নমুল ৬০ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল প্রদান করা হয়েছে।

মারোত জানান, ৬০ কম্বল নিয়ে নামা হয়েছিলো। যাদের শীত তাড়াতে ব্যবস্থা নেই এমন ৫০ জনকে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মারোত’র প্রধান পৃস্টপোষক ডা:টিটু চন্দ্র শীল, প্রধান উপদেেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল,উপদেেষ্টা সাইফুুুল ইসলাম, সভাপতি মোঃ আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাজু পালসহ মারোত’র অনন্যা সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments