বাড়িআলোকিত টেকনাফমহেশখালী-কুতুবদিয়াকে জলদস্যুমুক্ত করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালী-কুতুবদিয়াকে জলদস্যুমুক্ত করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

জসিম উদ্দিন, স্টাফ করেসপনডেন্ট, আলোকিত টেকনাফ.কম

মহেশখালী-কুতুবদিয়াকে জলদস্যু ও সন্ত্রাসীমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চলের ছয়টি জলদস্যু বাহিনীর শীর্ষ ১২ দস্যুসহ ৪৩ সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

মহেশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৭) এ অস্ত্র জমা ও আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৯৪টি আগ্নেয়াস্ত্র ও সাত হাজার ৬৩৭ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন ৪৩ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জেনেছি এখানে বাহিনী-বাহিনী যুদ্ধ চলে। একটা বাহিনীকে ঘায়েল করতে আরেকটি বাহিনীর জন্ম দিচ্ছে। আমি কঠোরভাবে বলতে চাই, এখানে কোন বাহিনী থাকতে পারবে না।

এর আগে মন্ত্রী আত্মসমর্পণকারীদের হাতে সহায়তার চেক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কক্সবাজারে ২৩ লাখ মানুষের বসতি। এদের মধ্যে কিছু সংখ্যক মাদক ব্যবসায়, কিছু সংখ্যক ইয়াবা ব্যবসায় জড়িত। এদের আমাদের দরকার নেই। এই কিছু সংখ্যক মানুষকে বিনাশ করে ফেললে দেশের কোনো ক্ষতি হবে না’।

অনুষ্ঠানে আনজু বাহিনীর ১০ জন ২৪টি অস্ত্র জমা দিয়ে, রমিজ বাহিনীর দুই জন আটটি অস্ত্র জমা দিয়ে, নুরুল আলম প্রকাশ কালাবদা বাহিনীর ছয় জন ২৩টি অস্ত্র জমা দিয়ে, জালাল বাহিনীর ১৫ জন ২৯টি অস্ত্র জমা দিয়ে, আইয়ুব বাহিনীর ৯ জন ৯টি অস্ত্র জমা দিয়ে এবং আলাউদ্দিন বাহিনীর একজন একটি অস্ত্র দিয়ে আত্মসমর্পণ করেন।

জমাকৃত অস্ত্রের মধ্যে, এসএমজি (বেলজিয়াম) একটি, রিভলবার একটি, দেশি পিস্তল দুইটি, দেশি-বিদেশি একনলা বন্দুক ৫২টি, দোনলা দুইটি, ওয়ান শুটারগান ১৯টি, থ্রি কোয়ার্টার গান ১৫টি এবং ২২ বোর রাইফেল রয়েছে দুইটি। এছাড়া জমা পড়েছে সাত হাজার ৬৩৭ রাউন্ড গুলি।

এছাড়াও অনুষ্ঠানে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন,  জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments