বাড়িআলোকিত টেকনাফমহড়া দিতে গিয়ে পুড়ে ছাই রোহিঙ্গা ক্যাম্পের স্কুল

মহড়া দিতে গিয়ে পুড়ে ছাই রোহিঙ্গা ক্যাম্পের স্কুল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নি মহড়ার আগুনে একটি স্কুল ও অফিসঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শত শত রোহিঙ্গা।

রোহিঙ্গা নেতা মো. ইউনুস মাঝি বলেন, ‘মঙ্গলবার দুপুরে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্কুলের আশপাশের এলাকায় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের সাইট ম্যানেজমেন্টের কর্মীরা অগ্নিনির্বাপক মহড়া করছিল। তাদের জ্বালানো আগুনের শিখা থেকে আগুনের সূত্রপাত হয়।’

বেশ কয়েকজন রোহিঙ্গা জানায়, অগ্নিকাণ্ডের সময় স্কুলে ৭-৮ জন শিশু শিক্ষার্থী খেলছিল। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। স্কুল খোলা থাকলেও তখন ৩ জন শিক্ষকের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার চো ই কোই বলেন, ‘দুপুর ১টার দিকে খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে আমরা জামতলী ক্যাম্পে পৌঁছায়। ততক্ষণে রোহিঙ্গারা স্কুলঘরের আগুন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। প্রাথমিকভাবে জেনেছি আইওএমের অবৈধভাবে আয়োজিত অগ্নিমহড়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

নিয়ম অনুযায়ী কোনো সংস্থা বা সংগঠন এ ধরনের অগ্নিমহড়ার আগে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা এমনিতেই স্পর্শকাতর। এক্ষেত্রে আইওএম অগ্নিমহড়ার আগে কোনো অনুমতি নেয়নি বলে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে তিনি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments