বাড়িআলোকিত টেকনাফমাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : এমপি বদি

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : এমপি বদি

স্টাফ রিপোর্টার, উখিয়াঃ-

উখিয়া -টেকনাফ অাসনের সরকারদলীয় সংসদ সদস্য অাবদুর রহমান বদি বলেছেন মাদকের বিরুদ্ধে সরকারের অবস্হান জিরো টলারেন্স।

মাদকের সাথে কোন অাপোষ নাই। মাদক পাচার কারীদের অাইনের অাওতায় অানতে হবে উখিয়া -টেকনাফের চলমান উন্নয়ন কমর্কান্ড শেষ করার তাগিদ দেন।

বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলা অাইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান।

বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারমান ছেনুয়ারা বেগম, উখিয়া থানার ওসি অাবুল খায়ের, উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চেীধুরী, উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারমান জাহাংগীর কবির চেীধুরী, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম,পালংখালী ইউপি চেয়ারমান এম গফুর উদ্দীন চেীধুরী, জালিয়া পালং ইউপি চেয়ারমান নুরুল অামিন চেীধুরী,, রত্নাপালং ইউপি চেয়ারমান খাইরুল অালম চেীধুরী ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক সওয়ার অালম শাহিন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিজিবি ও মুক্তিযোদ্ধা।

 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments