বাড়িআলোকিত টেকনাফমাদক বিরোধী অভিযানে টেকনাফে র‌্যাবের হাতে ২৮১৪ ক্যান বিদেশী বিয়ারসহ ২...

মাদক বিরোধী অভিযানে টেকনাফে র‌্যাবের হাতে ২৮১৪ ক্যান বিদেশী বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ-

মাদক বিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে র‌্যাব-৭ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী বিয়ারসহ ২     মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলো, হ্নীলা ইউনিয়নের লেদা লামার পাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো: তৈয়ব(২৫), একই এলাকার নাদির হোসেনের ছেলে নবী হোসন(৪০) বলে জানায়।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহদী হাসান জানান, ২ আগষ্ট বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব(এক্স)বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল টেকনাফের হ্নীলা লেদা লামার পাড়া এলাকার নবী হোসেনের বসত ঘরে মায়ানমার থেকে আসা মাদক মজুদ রাখার খবরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরে আটকদের স্বীকারোক্তি মতে, বসত ঘরে মাদক মজুদ রাখা প্লাস্টিকের ২৬টি বস্তা থেকে ২৮১৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২২ লাখ ৫১ হাজার ২০০ টাকা। উদ্ধার মাদকসহ আটক আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments