বাড়িবাংলাদেশমাদক ব্যবসায়ীদের হাতে আছে আধুনিক অস্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ব্যবসায়ীদের হাতে আছে আধুনিক অস্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী

।। আলোকিত নিউজ ডেস্ক ।।

মাদক ব্যবসায়ীদের কাছে আধুনিক সব ধরনের আগ্নেয়াস্ত্র আছে। যে সব অস্ত্র পুলিশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ফলে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে।

মঙ্গলবার (২২ মে) সচিবালয়ে নিজ দফতরে মাদকবিরোধী অভিযানে মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী হাই প্রোফাইলের মাদকব্যবসায়ীদের যখনই ধরতে গিয়েছি হয় তারা পালিয়েছে নয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। তখন আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার্থে যা করার তাই করছে। গেল কয়েকদিনে বেশকিছু মাদক ব্যবসায়ী মারা যাওয়ার ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার বলছি, আমরা কারও বিরুদ্ধে বন্দুকযুদ্ধে যাচ্ছি না। যারা ফায়ার ওপেন করে তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অ্যাকশন নিচ্ছে। গেল সাত বা আটদিনে শুধুমাত্র মৃত্যের ঘটনা নয় প্রায় দুই হাজারের অধিক জনকে গ্রেফতার করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বিনষ্ট করতে চাই না। তাই যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।’

এমপি বদির মাদক ব্যবসা বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায় জড়িত সে যে-ই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। বদির বিরুদ্ধে আমরা তথ্য-সংগ্রহের কাজ করছি। যথাযথ তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।’

শুধুমাত্র মাদক বাহকদের হত্যা করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধুমাত্র বাহক নয় বরং প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরার চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের মোবাইল কোর্টও চলছে সেখানে বিভিন্ন মেয়াদে শাস্তিও হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে এমপি হউক আর যাই হোক।’

মন্ত্রী বলেন, ‘অন্তত আর যাই হোক এবারের অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। সে সংসদ সদস্য হোক, সরকারি কর্মকর্তা হোক, নিরাপত্তা বাহিনির সদস্য আর সাংবাদিক হোক আমরা কাউকে ছাড় দেব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক আমাদের দেশে তৈরি হয় না। পাশের দেশ থেকে এগুলো ব্যাপকভাবে আমাদের দেশে আসছে। বর্ডার দিয়ে যখন এসব মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকছিল তখন আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না। আমরা পাশের দেশগুলোর সঙ্গে কথা বলেছি। ভারত মিয়ানমারের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যখন সহযোগিতা করছিলেন না তখন আমরা বাধ্য হয়েই এ ধরনের অভিযান করছি।’

তিনি বলেন, ‘আপনারা সাক্ষী, ইয়ারা সেবনকারী মেয়ে তার বাবা মাকে খুন করেছে। ইয়াবার যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেক বাবা-মা কাঁদছে। আমরা ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি তা মাদকের জন্য ব্যাহত হবে, এটা হতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গি নিধনের জন্য মাদকের সঙ্গে জড়িতদের একইভাবে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা গোয়েন্দাদের তৎপর করেছি। এলিট সমাজের সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করতে চেষ্টা করেছি যাতে তারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা বলেছি চলুন আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

সূত্রঃসারাবাংলা.নেট

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments