বাড়িআলোকিত টেকনাফমানুষের যাতায়তের জন্য পরিত্যক্ত খাল মেরামত করেন,শামশু মেম্বার

মানুষের যাতায়তের জন্য পরিত্যক্ত খাল মেরামত করেন,শামশু মেম্বার

[maxbutton id=”2″ ]

টেকনাফ সাবরাং ৪নং ওয়ার্ডের পানছড়ি পাড়া গ্রামের মানুষের যাতায়তের সুবিদার্তে অনেক বছর আগের একটি পরিত্যক্ত খাল ভরাট কাজ শুরু করেন শামশুল আলম মেম্বার।তিনি বলেন, আমার আগে এখানে অনেক চেয়ারম্যান, মেম্বার ছিল। তারা মানুষের কষ্ট দেখেও না দেখার ভান ধরে থাকতো। তখন আমি ইউপি মেম্বার ছিলামনা তাই এসব কাজে এলাকার সাধারণ মানুষের সাথে আমি পরামর্শ করতে পারিনি। এখন এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে ইউপি সদস্য বানিয়েছেন তাদের সকল কষ্ট তোলে ধরার জন্য যেকোনো উন্নয়নমূলক কাজ করতে দেরি করিনা। বাজেট পাই বা নাপাই কাজে নেমে পড়ি। আপনারা হয়ত অবগত আছেন খালটি প্রাই ৯০ বছর আগের। এ খালটি চাইলে আরো ২০ বছর আগে ভরাট করে মানুষের যাতায়াতের উপযোগী করা যেতো। কিন্তু কেউ করেনি। ভোটের আগে সবাই গলা ফাটিয়ে বলে আমি এটা করব ওটা করব। কাজের বেলায় কাওকে খোঁজেও পাওয়া যায়না। আমি কারো কাছে উন্নয়নের দোহাই দিয়ে ভোট চাইতে যায়নি। যা পারব তা বলব আর যা পারবনা তা আমি কোনোদিন বলবনা। মিটিং মিছিলে গলা ফাটিয়ে ভোট খোঁজার মত মানুষ আমি নয়। আমার কাজ যদি মানুষের ভাল লাগে তারা এমনিতেই আমাকে নির্বাচনে পাঠাবে আমি সেটুকু জানি। তিনি আরও বলেন,খালটির ১ বছর আগে গাইডওয়ালের কাজ করেছিলাম কিছু অংশ বাকি থেকে গিয়েছিল। তা বস্তায় মাটি ভরে ওয়াল বানিয়ে আমার চাচা মরহুম মৌলবী ছৈয়দ আহমদের জমি থেকে মাটি নিয়ে এবং প্রাই একশর উপরে রোপিত গাছ কেটে এবং অনেকের আবাদ জমি থেকে মাটি নিয়ে খালটি ভরাট করে অন্তত মানুষের যাতায়াতের উপযোগী করে তোলেছি। এ ব্যাপারে খালের আশেপাশের লোকজন আমাকে সাহায্য না করলে আমি কাজটি করতে পারতামনা। আমার ওয়ার্ডের যেকোনো গ্রামের মানুষের সাথে আমি ছিলাম এবং থাকব ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments