মিয়ানমারে পণ্য পাচার: আটক ১৫

টেকনাফ সদর

কক্সবাজার প্রতিনিধি

পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনতে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল বলে জানানো হয়।

অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলি নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সিমেন্ট, ২০০টি ইট ও ৩ হাজার কেজি লোহার রডসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, নৌযান এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Spread the love