বাড়িআলোকিত টেকনাফমিয়ানমারে বিজিবির ১০সদস্যের প্রতিনিধি দল

মিয়ানমারে বিজিবির ১০সদস্যের প্রতিনিধি দল

[maxbutton id=”3″ ]

টেকনাফ থেকে মিয়ানমারে বৈঠকে যোগ দিতে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিনিধি দলের ১০ সদস্য।

সোমবার (২১ জানয়ারী)সকাল ১০ টায় টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে স্পীড বোট যোগে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)র ১০ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দ্যেশ্যে রওনা দেন।

মিয়ানমারের মংডু শহরে (টাউনশিপ এক্সিট পয়েন্ট) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে টেকনাফে ফিরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

বৈঠকে যাবার আগে ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান বলেছেন, এ বৈঠকে দু দেশের সীমান্ত সুরক্ষা, মিয়ানমার সীমান্তের মাইন অপসারন, শান্তি স¤প্রীতির বন্ধন দৃঢ, মাদক প্রতিরোধ জোরদার ব্যবস্থা গ্রহন, নদীতে যৌথ পেট্রোলিং বৃদ্ধি ও চোরাচালান প্রতিরোধসহ দুদেশের পার¯পরিক সমন্বনিত সহযোগিতা বিষয়ে মতবিনিময় করা হবে বলে জানিয়েছেন।

প্রতিনিধি দলে ছিলেন, বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মো: আসাদুজ্জামান, রামু ৩০ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মো: জাহিদুর রহমান, আলীকদম ৫৭ ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে.কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো: তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম,টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments