বাড়িআলোকিত টেকনাফমিয়ানমার থেকে পাচারকালে ১কেজি আইস মাদক জব্দ

মিয়ানমার থেকে পাচারকালে ১কেজি আইস মাদক জব্দ

কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২ বিজিবি। এসময় পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৪ নভেম্বর) এক বার্তায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকার লবন মাঠ হতে মাদকের চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খাঁন।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আলীখালী সোলার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় মিয়ানমার থেকে নাফনদী পাড়ি দিয়ে আলীখালী লবনের মাঠের উপর দিয়ে কয়েকজন লোক আসতে দেখে বিজিবির ধাওয়ার মুখে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। জব্দকৃত আইসের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানিয়েছে সূত্রটি।

জব্দকৃত মাদক পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments