বাড়িআলোকিত টেকনাফমিয়ানমার থেকে পাচার কালে আড়াই লাখ পিস মালিক বিহীন ইয়াবা জব্দ

মিয়ানমার থেকে পাচার কালে আড়াই লাখ পিস মালিক বিহীন ইয়াবা জব্দ

খাঁন মাহমুদ আইউব, বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টেকনাফ ২ বিজিবি।

শনিবার রাতের উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্লেদা ছ্যুরিখাল এলাকার নাফ নদীর কিনারায় লবনের মাঠ থেকে মাদকের চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা রাতে হ্লেদা ছ্যুরিখাল এলাকায় নাফ নদীর কিনারায় অবস্থান নেয়। এসময় সীমান্ত পার হয়ে লবনের মাঠ দিয়ে যাওয়ার সময় সন্দেহ জনক দুই ব্যক্তিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে সাথে থাকা বস্তা দুটি ফেলে মৌচনী লোকালয়ের দিকে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তা দুটি থেকে আড়াই লাখ পিস ইয়াবড়ি জব্দ করা হয়।

জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments