বাড়িআলোকিত টেকনাফমিয়ানমার প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মিয়ানমার প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আলোকিত প্রতিবেদকঃঃ- 

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের এক প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জেলার বালুখালী ও উখিয়া জামতলী ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা।

এ সময়শ তাধিক নির্যাতিত রোহিঙ্গা নারী পুরুষের সঙ্গে কথা বলেন তারা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল বালুখালী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ শেখ হাফিজুল ইসলামের কার্যালয়ে আধ ঘন্টা ব্যাপী বৈঠক করেন।

উল্লেখ্য, তদন্ত কমিশনের প্রতিনিধি দলটি গতকাল বেলা ১১টায় কক্সবাজার এসে পৌঁছায়। চার দিনের সফরে গত শনিবার থেকে বাংলাদেশে অবস্থান করছে তারা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments