বাড়িআলোকিত টেকনাফমুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষক, মাষ্টার আবদুস শুক্কুর আর নেইঃ আলোকিত টেকনাফ ডটকমের শোক

মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষক, মাষ্টার আবদুস শুক্কুর আর নেইঃ আলোকিত টেকনাফ ডটকমের শোক

[maxbutton id=”2″ ]

টেকনাফের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তি যোদ্ধা ও প্রবীণ শিক্ষক, মাষ্টার আবদুস শাকুর ( ৮০) আর নেই৷ ৯ জানুয়ারী বূধবার সকাল পৌনে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

মাষ্টার আবদুস শাকুর টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদস্থ মরহুম ইসমাঈল সওদাগরের পুত্র, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, টেকনাফ পাইলট হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ৷সে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদস্থ মরহুম ইসমাঈল সওদাগরের পুত্র, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, টেকনাফ পাইলট হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ৷
বাদে এশা টেকনাফ পৌরসভা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত হওয়া যায় ৷

বর্ণিত মরহুম চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ একে এম রেজাউল করিম ,টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক, মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর টেকনাফ প্রতিনিধি, নুরুল করিম রাসেল’ ও পৌর যুবলীগের সাবেক সভাপতি মনজুরুল করিম সোহাগের গর্বিত পিতা ৷
মৃত্যুকালে তিনি গর্বিত ৩ সন্তান, ৪ মেয়ে, অসংখ্য নাত-নাতনীসহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে
গেছেন।
টেকনাফের সিনিয়র সাংবাদিক নুরুল করিম রাসেলের পিতার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন আলোকিত টেকনাফ ডটকম’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ্‌ মুহাম্মদ রুবেল এবং সম্পাদক এডভোকেট এম,জিয়াউর রহমান। এক বিবৃতি তে নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments