বাড়িবাংলাদেশমৃত্যু তিন শ ছাড়াল, নতুন সংক্রমণ ৯৩০

মৃত্যু তিন শ ছাড়াল, নতুন সংক্রমণ ৯৩০

[WD_Button id=20132]

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন  ৯৩০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।  

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৩০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা  ২০ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ১১৭ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৫ লাখ ৪২ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৬৬৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৭ লাখ ৬৬ হাজার ৩২৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।   

RELATED ARTICLES

Most Popular

Recent Comments