বাড়িকক্সবাজারমেয়র মুজিব, স্ত্রী ফারহানা ও পিএ রানা ‘করোনা মুক্ত’, ফিরছেন না এখনই

মেয়র মুজিব, স্ত্রী ফারহানা ও পিএ রানা ‘করোনা মুক্ত’, ফিরছেন না এখনই

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারহানা রহমান ‘করোনা ‍মুক্ত’ হয়েছেন। একই সাথে তাঁর ব্যক্তিগত সহকারি শাহেদুল আলম রানাও ‘করোনা মুক্ত’ হন। তাদের করোনা পজিটিভ আসার ১০ দিনের মাথায় তাদের করোনা মুক্ত ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন মেয়র মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী ফারহানা রহমান এবং মেয়রের ব্যক্তিগত সহকারি রানা গত রোববার (৭ জুন) দ্বিতীয়দফা করোনা স্যাম্পল জমা দেন। পরদিন সোমবার (৮ জুন) ঢামেক পিসিআর ল্যাবে ওই স্যাম্পল পরীক্ষা শেষে তিনজনেরই রিপোর্ট নেগেটিভ আসে। তবে তারা আজ মঙ্গলবার (৯ জুন) ওই রিপোর্ট হাতে পেয়েছেন।

পৌর মেয়রের ব্যক্তিগত মিডিয়া সহকারি ও এসএ টিভি প্রতিনিধি আহসান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান সুমন জানান, মেয়রসহ তিনজনকেই মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ‘করোনা মুক্ত’ সনদ দেয়া হয়েছে। তারা হাসপাতালের ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে এখন মেয়র মুজিবুর রহমান এখনই কক্সবাজার আসছেন না। কয়েকদিন তিনি ঢাকায় অবস্থান করবেন। তারপর কক্সবাজার ফিরবেন।

আহসান সুমন জানান, মেয়র মুজিবুর রহমানের তিন কন্যাও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা নমুনা জমা দিয়েছিল। এদের মধ্যে বড় মেয়ে আমরিনের ‘করোনা পজিটিভ’ আসে। অন্য দুইজনের রিপোর্ট আসে ‘নেগেটিভ’। তারা বর্তমানে কক্সবাজারে নানার বাড়িতে অবস্থান করছে।

অপরদিকে মেয়র মুজিবুর রহমানের অপর ব্যক্তিগত সহকারি এ বি ছিদ্দিক খোকন ও মেয়রের ঘনিষ্টজন হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বারও করোনা ‘পজিটিভ’ হয়েছেন। তারা বর্তমানে কক্সবাজারের কাছের উপজেলা রামুর ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে করোনা মুক্ত হওয়া মেয়র মুজিবের ব্যক্তিগত সহকারি শাহেদুল আলম রানা জানান, তারা এখন সবাই সুস্থ। তারা সবাই হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ঢাকার গুলশানে অবস্থান করছেন। আরও ৫ দিন তারা গুলশানে অবস্থান করে ১৪ দিনের কোটা পূর্ণ করে কক্সবাজারে ফিরবেন।

প্রসঙ্গত, গত ৩০ মে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের করোনা টেষ্টে মেয়র মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী ফারহানা রহমান এবং তাঁদের পরিবারের আরও তিন সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিন দিনগত মধ্যরাতে বিশেষ এম্বুলেন্সে মেয়র মুজিবুর রহমান, তার স্ত্রী এবং ব্যক্তিগত সহকারি রানা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা করেন। পরদিন ৩১ মে সকালে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

ওই সময় মেয়র মুজিবুর রহমানের ঘনিষ্টজনরা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে মেয়র মুজিবুর রহমান করোনা পজিটিভ হওয়ার আগেই কক্সবাজার শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তা করোনার চিকিৎসার জন্য নয়। তিনি ওই সময় হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন। ডাক্তার তাঁকে সেই ব্যথা থেকে মুক্তি পেতে বেডরেষ্টে থাকার পরামর্শ দিয়েছিলেন। ওই কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। রাতে করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন।

সুত্র মতে, গত ২৮ মে রাতে মেয়র ‍মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা করোনার স্যাম্পল জমা দেন। কক্সবাজার সদর হাসপাতালের একজন স্বাস্থ্য সহকারি এসে তাদের স্যাম্পল নিয়ে যান। পরে আজ ৩০ মে তাদের স্যাম্পল টেষ্ট করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ মে) কক্সবাজার পৌর পরিষদের আরও দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সালাহউদ্দিন সেতু। তাদের মধ্যে কাউন্সিলর মিজানুর রহমান নিজের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। কাউন্সিলর সালাহউদ্দিন সেতু রামু আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments