বাড়িআলোকিত টেকনাফমোহাম্মদ আবুল হোছাইন হেলালীর “বাঁচাও পৃথিবী” কবিতা গ্রন্থটি ঢাকা ও চট্টগ্রাম একুশে...

মোহাম্মদ আবুল হোছাইন হেলালীর “বাঁচাও পৃথিবী” কবিতা গ্রন্থটি ঢাকা ও চট্টগ্রাম একুশে বইমেলাসহ বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে

বার্তা পরিবেশক : টেকনাফ সীমান্তের সম্ভাবনাময় ছন্দ কারিগর মোহাম্মদ আবুল হোছাইন হেলালীর বিশ্বব্যাপী মানবতা ও পরিবেশ বিধ্বংসী কার্য্যক্রম, মাদকের আগ্রাসনকে উপজীব্য করে ক্ষুরধার ভাষায় রচিত ঢাকা অমর একুশে বইমেলায় গত ৮ ফেব্রুয়ারী বিকাল ৫টায় বাংলা একাডেমীর মোড়ক উম্মোচন মঞ্চে আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কবি ড. জুবাইদা নাসরীন আখতার। এসময় উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞানী ড. খলিলুর রহমান, কবি ও গল্পকার আনোয়ার কামাল, কবি বাবুল আনোয়ার, ড. আতিকা খানম বেবী, কবি জায়েদ হোসাইন লাকী, শিরীন আক্তার শিরী, কবি শেখ আনোয়ার হোসাইন রানা, কবি ইউনুছ ইবনে জয়নাল, আলা উদ্দিন রাসেল, প্রভাষক এহসান উদ্দিন, তারেক মাহমুদ রনি প্রমুখ। বাংলা একাডেমীর লিটলম্যাগ চত্বর “এবং মানুষ প্রকাশনী’র ৪৫নং স্টলে ও সোহরাওয়ার্দী উদ্যানের “ জাতীয় সাহিত্য প্রকাশনী’র ৬১৭নং স্টলে পাওয়া যাচ্ছে।
১০ ফেব্রুয়ারী এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম অমর একুশে বইমেলায় “আপন আলো প্রকাশনী’র ৮৫ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া টেকনাফ নাফ পেপার বিতান, টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন আল মদিনা লাইব্রেরী, আবু ছিদ্দিক মার্কেটের মোহাম্মদীয়া লাইব্রেরী এন্ড ইলেকট্রনিক সেন্টার, হ্নীলা জামাল মার্কেটের বিছমিল্লাহ লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, হ্নীলা আল ফালাহ একাডেমীর সম্মুখে ইসলামিয়া লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। শুভাকাংখী কোন পাঠক চাইলে কবি মোহাম্মদ আবুল হোছাইন হেলালীর ব্যক্তিগত মুঠোফোন-০১৮১২-৮৮৫০০৭ নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহে রাখতে পারেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments