বাড়িআলোকিত টেকনাফরাজনৈতিক ও গণমাধ্যম শত্রুদের কারণেই আমি শিকার হয়েছি- এমপি বদি

রাজনৈতিক ও গণমাধ্যম শত্রুদের কারণেই আমি শিকার হয়েছি- এমপি বদি

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি সিআইপি বলেছেন, বিএনপি ও জামায়াতের যারা ইয়াবা ব্যবসা করছে, তাদের কারও নাম ইয়াবা পাচারকারীর তালিকায় নেই। আমি সব সময় ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয় ছিলাম- কিন্তু কিছু সাংবাদিক আমার নামে অপপ্রচার চালিয়েছে, পাশাপাশি রাজনৈতিক শত্রুতাও আছে। এ কারণে ইয়াবা গডফাদারের তালিকায় আমি অন্তর্ভুক্ত। গতকাল সোমবার দেশের গর্জনের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। উখিয়া-টেকনাফের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, অতীতে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, সাংবাদিক ও ইয়াবাকারবারি আমার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়েছে। ওইসব দুর্নীতিবাজ কর্মকর্তা ইয়াবা-কারবারিকে প্রশ্রয় দিয়েছেন। তাদের কারণেই ইয়াবার বিস্তার ঘটে। অথচ সাংবাদিকরা সব সময় আমার বিরুদ্ধে উল্টোপাল্টা লিখছেন, কোনো তথ্য জানার পর যাচাই-বাছাই না করে। উদাহরণ হিসেবে বলি, কিছুদিন আগে শামসুন্নাহার নামে এক মহিলা ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ল। তখন সাংবাদিকরা লিখে দিল, এমপি বদির বোন ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হলো ইয়াবাসহ গ্রেপ্তার মহিলা শামসুন্নাহার জ্যোতির বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া। অথচ আমার বোনের বাড়ী হলো সাবরাং ইউনিয়নের মুন্ডুার এলাকায় সবাই জানে। ইয়াবার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ চান ইয়াবার কারবার বন্ধ হোক। তবে আমাদের একটা সমস্যা আছে। মিয়ানমারের সঙ্গে বিস্তৃত সীমানা উন্মুক্ত। বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া বেড়িবাঁধ অরক্ষিত। ফলে এসব জায়গা দিয়ে ইয়াবা আসছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ১৪ থেকে ২০ বছর বয়সী কিশোর-যুবকরা ইয়াবাকারবারের সঙ্গে জড়িত। এটা আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লায়, স্কুল-কলেজ-মাদ্রাসায় এ ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। পাড়ায় পাড়ায় ওয়াজ-মাহফিল ও দোয়া-মাহফিল করছি। গত শনিবার টেকনাফ শহরে একটা বড় মাহফিলের আয়োজন করা হয়। এভাবে তরুণদের ইয়াবার কারবার থেকে মুক্ত করতে চেষ্টা থেমে নেই। তিনি বলেন, বর্তমানে ইয়াবাকারবারিদের আত্মসমর্পণের কাজটি শতভাগ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই ধাক্কা টেকনাফেও পড়েছে। কাজেই সবাই এটা নিয়ে চাপে আছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে সাবেক এই এমপি বদি বলেন, আমি দুইবার নির্বাচিত হয়েছি। সব সময় প্রশাসনের দুর্নীতিবাজ কর্র্মকর্তা, ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছি। কেউ প্রমাণ করতে পারবে না আমি কোনোদিন ইয়াবাকারাবরির সঙ্গে কথা বলেছি; তাদের সঙ্গে এক কাপ চা খেয়েছি। উল্টো জাতীয় সংসদে ইয়াবার বিরুদ্ধে বক্তৃতা করেছিলাম। এর পর থেকে কিছু সাংবাদিক সবসময় আমার বিরুদ্ধে লিখতে থাকে। এভাবে অনবরত লেখায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আমার নাম উঠে যায়। পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন, ইয়াবার সঙ্গে আমার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটা পত্রিকায়ও এসেছে। মনোনয়ন দেওয়ার বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। ফলে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি মেনে নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা চোরাচালানের বিষয়ে এমপি বদি বলেন, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ঘুরেফিরে টেকনাফ ও কক্সবাজার জেলায় বদলি হয়ে এসেছিলেন। সাধারণত সরকারি চাকরিতে এক জায়গায় টানা কাজ করার নিয়ম সর্বোচ্চ তিন বছর। কিন্তু ওইসব কর্মকর্তা ঘুরেফিরেই এখানে এসেছেন। আমার প্রশ্ন হলো, টেকনাফ ও কক্সবাজারে কি মধু আছে যে এখানে বারবার ঘুরে ঘুরে আসতে হবে? তাদের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থি ইয়াবারকারবারিদের আঁতাত ছিল। তাদের সহযোগিতায় তারা বস্তা বেঁধে টাকা নিয়ে গেছেন। তাদের কাছেই ইয়াবার সব টাকা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments