বাড়িআলোকিত টেকনাফরামুতে ১৪ কওমী মাদ্রাসায় আড়াই লাখ টাকা প্রধানমন্ত্রীর অনুদান

রামুতে ১৪ কওমী মাদ্রাসায় আড়াই লাখ টাকা প্রধানমন্ত্রীর অনুদান

রামু প্রতিনিধিঃ-

রামুতে করোনাকালে প্রধানমন্ত্রীর অনুদান পেল কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থরা। তাদের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী প্রদত্ত কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দের অনুদানের চেক বিতরণ করেছেন সাইমুম সরওয়ার কমল এমপি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪টি কওমী মাদ্রাসাকে অনুদানের এই চেক তুলে দেয়া হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্ব চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

এতে আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু (সদর) ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাদ্রাসার প্রতিনিধি, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের মহামারি করোনাভাইরাসের প্রভাবে সংকটে আছেন প্রতিটি সেক্টরের মানুষ। কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরাও এর ব্যতিক্রম নয়। এবার তাদের সহযোগিতায় এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments