বাড়িআলোকিত টেকনাফরামুর ইউএনও হলেন এসিল্যান্ড প্রণয় চাকমা

রামুর ইউএনও হলেন এসিল্যান্ড প্রণয় চাকমা

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

পদোন্নতি নিয়ে ইতিহাস ঐতিহ্যের উপজেলা রামুর ইউএনও হলেন টেকনাফের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা। গত ২১ এপ্রিল অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়।

৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০১৭ সনের ২৩ জুলাই টেকনাফে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের ১ মাসের মাথায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটায় দাপ্তরিক কাজের পাশাপাশি তাঁকে বেশীর ভাগ সময় রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে হয়েছে। এরপরও সীমান্তবর্তী উপজেলা হিসেবে রোহিঙ্গা সমস্যার সমাধান,সরকারী জমি উদ্ধার,পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ মাদক এবং মানবপাচার প্রতিরোধে তাঁর নিয়মিত তৎপরতা সরকারের উচ্চ মহলেও বেশ প্রশংসনীয়। ১বছর ৯মাস সময়ে এসিল্যান্ড প্রণয় চাকমা টেকনাফের ভূমি অফিসকে পুরো ডিজিটাইজ এবং দালালমুক্ত রাখতে সর্বাত্মাক প্রচেষ্টায় ছিলেন। এর আগে তিনি দীর্ঘ সাড়ে ৪ বছর নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে কর্মঠ, সাহসী এই কর্মকর্তার পদোন্নতি জনিত বদলীতে টেকনাফের পাহাড় খেকো চক্র ফের মাটি পাচার শুরু করেছে। তাঁর আমলে দিনের বেলাতো দূরের কথা, ওই চক্রটি রাতের বেলায় পর্যন্ত মাটি পাচারে সাহস করেনি। তিনি পাহাড় নিধনের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ করেছিলেন। জনবান্ধব কর্মকর্তা, নির্বাহী এই ম্যাজিষ্ট্রেটের পদোন্নতিতে টেকনাফের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments