বাড়িকক্সবাজাররামু আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরীর পরিবারের দায়িত্ব্য নিলেন এমপি...

রামু আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরীর পরিবারের দায়িত্ব্য নিলেন এমপি কমল

নীতিশ বড়ুয়া :

কক্সবাজারের শ্রেষ্ট সমাজসেবক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত, মরহুম জননেতা আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর ঘনিষ্ট সহচর, রামু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মরহুম মনিরুল ইসলাম চৌধুরীর পরিবারের দায়িত্ব নিলেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বৃহষ্পতিবার (৪ জুন) আওয়ামী লীগ নেতা মরহুম মনিরুল ইসলাম চৌধুরী’র কক্সবাজার শহরের পাহাড়তলিস্থ ভাড়া বাসায় আয়োজিত স্মরণসভা ও কুলখানিতে প্রধাান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর- রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, মনিরুল ইসলাম চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের সংগঠক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মনিরুল ইসলাম চৌধুরী ছিলেন রাজপথের সাহসী সৈনিক। তাঁর আদর্শিক রাজনীতি আগামী প্রজন্মকে অনুপ্ররনা যোগাবে।
এমপি কমল বলেন, দীর্ঘদিন দুরারোগ্য রোগের চিকিৎসা করাতে গিয়ে তাঁর পরিবার আজ অনেকটা নি:শ্ব।  মনিরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালের এক সপ্তাহ আগে তাঁর সহধর্মিনীও ইন্তেকাল করেছেন। তাদের সন্তানেরা আজ এতিম। এতিম দু’সন্তান শাখাওয়াত ইসলাম চৌধুরী ও মুদাচ্ছির ইসলাম চৌধুরী’র পড়া-লেখাসহ যাবতীয় ভরনপোষনের দায়িত্ব্য নিলেন সাইমুম সরওয়ার কমল এমপি। সে সাথে প্রাথমিক পর্যায়ে আগামী এক বছরের বাসা ভাড়াও তিনি (এমপি কমল) বহন করার কথা জানান।
বৃহষ্পতিবার এডভোকেট শাহ্জাহান চৌধুরী’র  সভাপতিত্বে অনুষ্ঠিত মনিরুল ইসলাম চৌধুরী’র স্মরণ সভায় মরহুমের নিকটাত্মীয় ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম চৌধুরী গত ২৯ মে, শুক্রবার ভোররাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি গ্রামের  সম্ভ্রান্ত আজগর আলী চৌধুরী পরিবারের মৃত ফরহাদ আলী চৌধুরীর কনিষ্ঠ সন্তান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments